আগামীকাল শপথ নিচ্ছেন ভিপি শামীম আহমদ

দৈনিকসিলেট প্রতিবেদক :
আগামীকাল বৃহস্পতিবার শপথ নিচ্ছেন সিলেটের ওসমানীনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ।
বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সকাল১১ টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ অনুষ্ঠিত হবে।
এব্যাপারে শামীম আহমদ (ভিপি) বলেন, আমি যেন শপথ মোতাবেক ওসমানীনগরবাসীর মান সম্মান রক্ষ্মা করে চলতে পারি।সবার কাছে দোয়া চাই।
উল্লেখ্য- গত ২ নভেম্বর ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি মো.শামীম আহমদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন ২৮ হাজার ৯৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছিলেন ১৪ হাজার ৬১৬ ভোট।