হবিগঞ্জে চুরি চক্রের মুলহোতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে আলোচিত দুর্ধর্ষ সংঘবদ্ধ মোটরসাইকেল চুরি চক্রের মূল হোতা মোঃ রিপন মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া রিপন হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত নুর আলীর ছেলে। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করে র্যাব। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে (৩০ নভেম্বর) ভোর পৌনে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকার সম্বুপুর রেল লাইন সংলগ্ন একটি বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯ এর সিপিসি-১, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, রিপন তার দলবল নিয়ে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় মোটরসাইকেল, কার, টমটম, ইত্যাদি চুরি ছিনতাই ও ডাকাতি করে আসিল । তার বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা থাকায় সে দীর্ঘদিন ধরে নিজেকে আত্মগোপনে রেখে তার দল নিয়ে চুরি ও ডাকাতি কার্যক্রম অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব কিশোরগঞ্জ জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, মোঃ রিপন মিয়া জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি প্রদান করেন যে, হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে অভিনব কায়দায় মিনিটের মধ্যে মোটরসাইকেলের লক আনলক করে তার সহযোগীরাসহ সু-কৌশলে চুরি করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে দেয় এবং বিভিন্ন জেলার চোর চক্রের সাথে সে এবং তার সহযোগীরা জড়িত আছে বলে জানা যায়। গত কয়েকদিনে হবিগঞ্জ শহর সহ শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর এলাকা হতে বিপুল সংখ্যক মোটরসাইকেল চুরির সাথে সে জড়িত। সে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় আত্মগোপনে থাকত। মোটরসাইকেল গুলো উদ্ধারের জন্য র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ সদর থানায় স্কটের মাধ্যমে হস্তান্তর করা হইবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন