এইটিন ব্রাদার্স প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

নোমান আহমদ, শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে এইটিন ব্রাদার্স প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিচনী খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ,খাতা কলম ও পাঞ্জাবী পায়জামা বিতরণ করা হয়েছ। সোমবার বিকাল ২টায় সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও এইটিন ব্রাদার্স প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সমাজসেবী মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ও অত্র সংস্থার ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক বদর উদ্দিন কামরানের পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুফি মিয়া, সুনামগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী,শান্তিগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ননী গোপাল, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া,সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনু মজুমদার,সিচনী খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী হাফিজ শাহ জাহানশান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন এইটিন ব্রাদার্স প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা হাজী মোঃ নুরুল ইসলান,হাজী মোঃ মোস্তফা মিয়া,মোঃ নজরুল ইসলাম,মোঃ মুজাহিদ আলী সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ বলেন,দেশ ও জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় গুণগত মানের ফলাফল অর্জণ করতে হবে।
আগামী দিনে বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ সহ চাকুরীর ক্ষেত্রে অংশ গ্রহন করার মত মন মানসিকতা নিয়ে পড়ালেখা চালিয়ে যেথে হবে। তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,যারা সূদূর প্রবাসে থেকে নিজের পরিবার পরিজনের খরচ যোগানোর পরও অসহায় মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের এই কার্যক্রম যেন আগামী দিনে অব্যাহত থাকে।