কলকাতায় দুই বাংলা বঙ্গবন্ধু নাট্য উৎসবে যাচ্ছেন দেশ থিয়েটার

দৈনিকসিলেট ডেস্ক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক নাটক নিয়ে দুই বাংলায় ভারতের কলকাতায় ভারত-বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব ১৮ ডিসেম্বর দিনব্যাপি অনুষ্ঠিত হবে। এই নাট্য উৎসবে যোগ দিতে কলকাতায় যাচ্ছেন দেশ থিয়েটার সিলেট এর সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১ লা ডিসেম্বর) রাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের দক্ষ ও নাট্য নির্মাতা মোঃ কামাল আহমদ দুর্জয়।
নিউইয়ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত নাটক আমার বাড়ি টুঙ্গিপাড়া নাটকটি নিয়ে দেশ থিয়েটার সিলেট নাটকটি নিয়ে কলকাতায় যাচ্ছেন।
নাট্য উৎসবে কলকাতায় যাচ্ছেন তারা হলেন মোঃ কামাল, কামরান আহমেদ, হুমাযুন কবির, মোঃ ফয়সল, ফাতেমা ইয়াছমিন রুমি, মিসেস হামিদা খান, মোঃ তামিম মাহফুজ, পতিক রাজু, ডায়রা খান, মোঃ আবুল মিয়া, সালেহ আহমেদ প্রমুখ।
ভারত-বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আমন্ত্রণ করায় দেশ থিয়েটার সিলেট এর পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ থিয়েটার সিলেট এর নেতৃবৃন্দ। এক বার্তায় দেশ থিয়েটার সিলেট এর সভাপতি মোঃ কামাল ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামরান তালুকদার শুভেচ্ছা বার্তা জানান।