শীতবস্ত্র বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ডা. আরমান

দৈনিকসিলেটডটকম
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হয়ে আমৃত্যু কাজ করেছেন। বাবার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে এলাকার মানুষ সবসময় পাশে ছিলেন। পূণ্যভূমি সিলেটের আপামর জনসাধারণ বাবার প্রতি ভালবাসা দেখিয়েছেন। আমি ও আপনাদের ভালবাসা নিয়ে পথ চলতে চাই। আপনাদের সহযোগিতা ও পবিত্র মাটি সিলেটের মানুষের ভালবাসাকে সাথী করে বঙ্গবন্ধুর আদর্শের এক সৈনিক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করতে চাই।
তিনি (১ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে মহান বিজয়ের মাস ডিসেম্বর বরণ উপলক্ষে গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকে এর সহযোগিতায় নগরীর ঐতিহ্যবাহী কীন ব্রিজ সংলগ্ন এলাকায় ছড়ারপাড়, মাছিমপুর, কামালগড়, চালিবন্দর ও কাষ্টঘর এলাকার মুরুব্বি ও যুব সমাজের প্রতিনিধিদের নিয়ে শীতবস্ত্র বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম খান কয়েছের সভাপতিত্বে ও মাছিমপুর মহল্লার মুরুব্বি সাংবাদিক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান। এসময় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও মুরুব্বি হাজী দেলোয়ার হোসেন, কামালগড় মহল্লার মুরুব্বি সৈয়দ নুরুল ইসলাম বাবলা, চালিবন্দর মহল্লার মুরুব্বি ধনেষ ঘোষ, ছড়ারপাড় মাদ্রাসার সেক্রেটারী এম এ মতিন, আওয়ামী লীগ নেতা দিবাকর ধর রাম, দিলীপ মিয়া, আব্দুল আজিজ, মাহমুদ আলী, নুরুল ইসলাম বাবু মিয়া, ফারুক আহমদ, জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং দশ জন তরুণ স্বেচ্ছায় রক্তদান করেন।