নবীগঞ্জ পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা

দৈনিকসিলেটডটকম
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন- ‘নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ পৌরসভার সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘পৌর ভবনের জন্য ৩০ ডিসিমিল জায়গা পাওয়া গেছে। বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী বছরের শুরুতেই পৌরবাসী বিশুদ্ধ পানি পাবে তিনি আশাবাদী ব্যক্ত করেন। দুই বছরের মধ্যেই পৌনে দুইশত কোটি টাকা ব্যয়ে বাইপাস রাস্তা নির্মিত হবে।’ তিনি পৌরসভার কার্যক্রমে পৌরকরের প্রতি গুরুত্ব আরোপ করে পৌরনাগরিকদের পৌরকর প্রদান করার আহ্বান জানান। এছাড়াও জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে রেজিষ্ট্রেশন করতে সবাইকে আহ্বান জানান। তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে শহর উন্নয়ন কমিটি (টিএলসিসি) এর সভায় সভাপতিত্ব করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ ও অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য রাখেন-পৌরসভার প্যানেল মেয়র-২ আঃ ছোবহান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো নানু মিয়া, নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা খালেদ সাইফুল্লাহ খাঁন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার মো. খলিলুর রহমান, নবীগঞ্জ ব্রাক শাখা ব্যবস্থাপক মোছা. এপলী বেগম, আশার রামানন্দ নাথ, ইনডেভারর মো. রিয়াজ উদ্দিন, বিটিসিএলর মো. জসিম উদ্দিন, শ্রমিক নেতা আহমদ ঠাকুর রানা, সাবেক সংরক্ষিত কাউন্সিলর যুথিকা রাণী দাশ, মিসেস মিনা আক্তার, সমাজসেবক ওয়াহিদুজ্জামান জুয়েল, রিপা বেগম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, সাবেক মেম্বার বশীর আহমদ চৌধুরী, ডা. আব্দুল আলীম ইয়াছিনী, মনর উদ্দিন, আনন্দ নিকেতনের শৈলেশ কুমার দাশ, সাবেক সংরক্ষিত কাউন্সিলর ফূর্শিদা ইয়াসমিন, রোকেয়া বেগম, জাকিয়া আক্তার লাকী, মাজেদা বেগম চৌধুরী, ডেইজী আক্তার, ফুলন দাশ, জ্যোৎস্না বেগম, খেলা বেগম প্রমুখ।
পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ সাইফুল্লাহ খাঁন। গীতাপাঠ করেন সেক্রেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী।