নিসচা’র প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে মহানগর শাখার বর্ণাঢ্য আয়োজন

দৈনিকসিলেটডটকম
বাংলাদেশের জনপ্রিয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সড়ক দুর্ঘটনায় আহত দুই পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। র্যালিটি (১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে সিলেট সিটি পয়েন্ট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
ছাগল বিতরণকালে নিরাপদ সড়ক চাই মহানগরের সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক ডিসি ফয়সাল মাহমুদ (অতিরিক্ত ডিআইজি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক জহিরুল ইসলাম মিশু, নিসচা মহানগরের সহ সভাপতি কামরুল ইসলাম কামরুল, মো: মনির চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হেকিম অর্থ সম্পাদক মোঃ মকসুদুর রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, দপ্তর সম্পাদক মো: কাইয়ুম চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবিব, সমাজকল্যাণ সম্পাদক আল আমিন খান যুব বিষয়ক সম্পাদক ফখরুল আল হাদী সাংস্কৃতিক সম্পাদক সাহেদ সাহনুর আল রাহমান সদস্য শামীম রেজা, শামীম আহমদ, মো: জাকির, মো: রিয়া, মনসুর আহদ, নূর আলী, কেন্দ্রীয় সদস্য মো: রুকন উদ্দিন, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ মো: ফয়জুর রহমান, লিটন আহমদ, আমিরুল হক প্রমুখ।