কালীঘাট মহোৎসবে ভাগবত পাঠের ৫ম দিন

দৈনিকসিলেটডটকম
প্রতিদিন হাজারো ভক্তের পদচারণায় মুখরিত কালিঘাটস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া প্রাঙ্গণ। প্রতিদিন সন্ধা সাড়ে ৬ টা থেকে চলছে সংগীতময় ভাগবত কথা ও কীর্ত্তন। এর আগে সোমবার (২৮ নভেম্বর) গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্ত্তন মহোৎসব। শুরু থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সংগীতময় ভাগবত কথা ও কীর্তন পরিবেশন করবেন ছাতক শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার প্রভুপাদ শ্রীল হিমাদ্রী গোস্বামী (মহর)। আজ শুক্রবার ২ থেকে ৪ ডিসেম্বর সংগীতময় ভাগবত কথা কীর্তন পরিচালনা করবেন ভাগবতরতœ,শ্রীপাঠ বেতুলীয়া ঢাকা মানিকগঞ্জের প্রভুপাদ গোপীনাথ গোস্বামী।
৫ ডিসেম্বর ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের শুভ অধিবাস। পরিচালনা করবেন শ্রীমতি শ্যামলী দাসী ভান্ডারী, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, দেউলগ্রাম, চারখাই, বিয়ানীবাজার ও শ্রীযুক্ত স্বরূপ দাস মোহন্ত, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, দেউলগ্রাম, চারখাই, বিয়ানীবাজার। অধিবাস কীর্তন ও পূর্ণা পরিবেশন করবেন- বিদ্যুৎ কান্তি দাস (পুলিশ) কুলাউড়া ।
০৬ ডিসেম্বর ব্রাহ্ম মুহূর্ত হতে তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন।
৮ ডিসেম্বর থেকে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞের সমাপনান্তে শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্ত্তন। ০৯ ডিসেম্বর ভোর ৬ ঘটিকায় লীলাকীর্ত্তন সমাপন হরিলুটসহ শ্রীনাম কীর্ত্তনসহ নগর পরিক্রমা ও দধিভাÐ ভঞ্জন, কুঞ্জনভঙ্গ ও জলকেলী।
মহোৎসবে অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশন করবেন কৌশিক ব্যানার্জী (কোলকাতা),সৌমশ্রী রায় (কোলকাতা) ও শ্রী চৈতন্য দাস উত্তম (যশোর)।
শ্রীনাম সুধা কীর্ত্তন পরিবেশন করবে রাম কৃষ্ণ সম্প্রদায় ভোলা,বিসখা অষ্টসখী,বাঘেরহাট,জয়রাম সম্প্রদায় চট্টগ্রাাম,দেবী পার্বতী সম্প্রদায় খুলনা,জয় মহাপ্রভু সম্প্রদায় কক্সবাজার,ভক্ত জয়দেব সম্প্রদায় গোপালগঞ্জ। মহোৎসবে প্রতিদিন দুপুর ১ ঘটিকা থেকে ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ।
কালীঘাটস্থ জগন্নাথ জিউর মন্দিরের সর্বজনীন শ্রীশ্রী হরিনাম সংকীর্তন কমিটির সভাপতি দিবাকর ধর রাম জানান, উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে এই মহোৎসব। এর আগে গেল দুই বৎসর যথারীতি মহোৎসব পালন করা সম্ভব হয় নি। পূন্যার্থী সমাগমে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। নামযজ্ঞ অনুষ্ঠানের ধারাবাহিকতায় এবার সহৃদয় ভক্তগণসহ সকলের অংশগ্রহণে এই মহোৎসবে প্রাণের সঞ্চার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন কর্মকার প্রতিদিন শ্রীমদ্ভাগবত পাঠ শ্রবণ, ধনীহরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলাকীর্তন শ্রবণ ও প্রতিদিন ভোগরাগ অন্তে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।
কোষাধ্যক্ষ স্বপন কর্মকার বলেন, প্রতিদিন সন্ধা থেকে ভক্তদের পদচারণায় জগন্নাথ জিউর আখড়া প্রাঙ্গণ মুখরিত হচ্ছে। এই ভক্তিরস মিলনমেলা সকলকে অনুপ্রাণীত করছে। তিনি উৎসব উপলক্ষ্যে সকল প্রকার সহযোগীতা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।