সিলেটে ককটেল বিস্ফোরণ মামলায় জাসদের ৯ নেতার ৭ বছরের কারাদন্ড, ৮ জনের বেখসুর খালাস

স্টাফ রির্পোটার ::
রবিবার (০৫ ডিসেম্বর ২০২১ইং) বেলা ২টায় সিলেটে অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালত এর বিচারক জনাব মোস্তাইন বিল্লাহ সিলেটে ককটেল বিস্ফোরণ মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (জেএসডি) ৯ নেতাকর্মীদের ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের সশ্রম সাজা ও ৮ জনকে বেখসুর খালাস প্রদান করে এ রায় প্রদান করেন। রায় ঘোষণার পর কাঠগড়ায় উপস্থিত ৫ জন আসামীদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পুলিশ পাহারার মাধ্যমে পাঠানো হয়।
মামলার ঘটনার সংক্ষিপ্ত বিবরণ হলো বিগত ০৬/০১/২০১৪ইং তারিখে বিকাল ৩ ঘটিকায় জাসদের (জেএসডি) নেতাকর্মীরা সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কোর্ট পয়েন্টে বেআইনী জনতাবদ্ধে মিলিত হইয়া পুলিশের সরকারী কর্তব্য কাজে বাধা প্রদান ককটেল বিস্ফোরণ ঘটাইয়া ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য উপাদানবলী আইনের ৩/৬ ধারার অপরাধ করলে পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জন আসামীকে গ্রেফতার করে। বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এস.আই বিষুপদ রায় বাদী হয়ে ১৭ জন আসামীর নামসহ অজ্ঞাতনামা ২০/২৫ নাম উল্লেখ করে উক্ত মামলা দায়ের করেন। যাহা থানার মামলা নং-১৪, কোতোয়ালী জি. আর ২৫/২০১৪ইং, দীর্ঘ তদন্ত শেষে এস. আই অনুপ কুমার বিগত ২২/০২/২০১৬ইং তারিখে ১৭ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র নং-১১ দাখিল করেন। পরবর্তীতে যাহার দায়রা মামলা নং-২১৫/২০১৬ইং।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আনোয়ার হোসেন এপিপি এবং আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট হেলাল আহমদ ও এডভোকেট আব্দুল্লাহ আল মামুন।
মামলার সাজাপ্রাপ্ত ৯ জন আসামীরা হলেন, ফরহাদ আহমদ, কামাল হোসেন, মোঃ ফয়সল ইসলাম, এমরান হোসেন, খালেদ আহমদ, ফাহাদ মিয়া, ফরিদ আলী, তানভীর আহমদ, নুুরুল আলম। সাজাপ্রাপ্ত ৯ জনের মধ্যে ৫ জন কাঠগড়ায় উপস্থিত ছিলেন ফরহাদ আহমদ, কামাল হোসেন, ফরিদ আলী, খালেদ আহমদ, তানভীর আহমদ। বাকি ৪ জন পলাতক ছিলেন তারা হলেন, মোঃ ফয়সল ইসলাম, এমরান হোসেন, ফাহাদ মিয়া, নুরুল আলম।
খালাসপ্রাপ্ত ৮ জন আসামীরা হলেন, মোঃ মোমিতুজ্জামান সুজন, হিমেল আহমদ, জিয়া উদ্দিন, সায়েক আহমদ, কাসেম আহমদ, দ্বীপ চন্দ্র ঘোষ, আরিফ আহমদ, রোমান আহমদ।