বাবুল মিয়ার মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির শোক

দৈনিকসিলেট ডেস্ক :
দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের প্রবীণ মুরব্বি, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার জুনেদ এর পিতা, অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা আব্দুল বাসিত বাবুল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
শরিবার (৩ ডিসেম্বর) শোকবার্তায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ বলেন আব্দুল বাসিত বাবুল মিয়ার এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকার যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত শুক্রবার ২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে আব্দুল বাসিত বাবুল মিয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, নাতি, নাতিনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।