রোটারি ক্লাব অব সিলেট সেন্টাল এর বোর্ড অব ডিরেক্টর্স গঠিত

দৈনিকসিলেটডটকম
রোটারি ক্লাব অব সিলেট সেন্টাল এর ২০২৩-২৪-এর বোর্ড অব ডিরেক্টর্স গঠিত হয়েছে। গত শুক্রবার (২ ডিসেম্বর) রোটারিয়ান আফসার উদ্দিন আহমদ চৌধুরীকে প্রেসিডেন্ট এবং মনসুর আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডিরেক্টর্স গঠিত হয়।
বোর্ড অব ডিরেক্টর্স এর অন্যান্য সদস্যবৃন্দ হলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আব্দুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি ড. শহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান আমিরুল ইসলাম ইসলাম সুমন, ট্রেজারার রোটারিয়ান মোঃ ইমদাদ হোসেন, ডিরেক্টরস (ক্লাব সার্ভিস) রোটারিয়ান জুবায়ের আহমদ, ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান এডভোকেট ফয়জুল হক রানা, কমিউনিটি সার্ভিস রোটারিয়ান সাইদুর রহমান জায়গীরদার, ইন্টারন্যাশনাল সার্ভিস প্রজেক্ট রোটারিয়ান তাজুল ইসলাম হাসান, ইয়ুথ সার্ভিস রোটারিয়ান অসীম ধর্মজিৎ সিংহ, বুলেটিন এডিটর রোটারিয়ান মোঃ আব্দুল মুকিত, সাইন এট আর্মস ১ রোটারিয়ান হোসাইন আহমদ, সাইন এট আর্মস ২ রোটারিয়ান শিশির রঞ্জন সরকার, ক্লাব ট্টেইনার রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান আইপিপি বিকাশ কান্তি দাস, ।