কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

দৈনিকসিলেটডেস্ক
কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে সেনেগালের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। যেখানে জর্ডান হেন্ডারসন ও হ্যারি কেইনের গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছেড়েছে ইংলিশরা।
রোববার রাতে আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। তবে বল পজিশন ধরে রাখলেও প্রথমে এলোমেলো খেলা প্রদর্শণ করে ইংল্যান্ড। ইংল্যান্ড ৪টি করে শট নেয়, গোলমুখে রাখতে পারে ২টি। যার দুটি থেকেই গোল আদায় করে নেয় ইংলিশরা।
ধীরে ধী আক্রমণের ধার বাড়ানো ইংল্যান্ড ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম লিড পায়। জুড বেলিংহামের বাঁদিক থেকে ক্রসে আলতো শটে গোলরক্ষককে পরাস্থ করেন জর্ডান হেন্ডারসন। ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি ১৯৬৬ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে দলীয় আক্রমণের পর ফিল ফোডেনের পাসে জোরাল শটে গোল করেন হ্যারি কেইন।