হবিগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

দৈনিকসিলেট প্রতিবেদক :
হবিগঞ্জের লাখাই উপজেলায় বাসচাপায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা ওয়াহিদ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদ আলী লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াহিদ আলী চট্টগ্রামে যাওয়ার জন্য বুল্লা বাজারে এসে বাসের টিকিট কিনেছিলেন। পরে তিনি টিকিট কাউন্টারের সামনে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় লাখাই থেকে ঢাকাগামী লাকি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বলেন, বাসটি জব্দ করা হয়েছে, তবে দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বুল্লা বাজারে প্রতিবাদ সমাবেশ করেন। তারা হত্যা মামলা দায়েরের দাবি জানিয়েছেন।