লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের সাথে ব্র্যাক ব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

দৈনিকসিলেটডটকম
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিদল।
রোববার (৪ ডিসেম্বর ২০২২) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর সিলেট আঞ্চলিক প্রধান রেজাউর রহমান সামাজিক দায়িত্ব এর অংশ হিসেবে লিডিং ইউনিভার্সিটির সাথে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
এসময় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি পরিচালক (অর্থ ও হিসাব) রজত কান্তি চক্রবর্তী, ব্র্যাক ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার শাফায়েত হোসেন রহমান এবং ম্যানেজার সালাউদ্দিন রাজু উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন