জামালগঞ্জে পূবালী ব্যাংক শাখার ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পূবালী ব্যাংক শাখায় ইসলামি ব্যাংকিং কার্যক্রম সেবা শুরু হয়েছে।মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ পূবালী ব্যাংক শাখায় এ সেবা সুচনার মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ইসলামি ব্যাংকিং উইন্ডো সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুজ্জামান খান তানভির। প্রধান অতিথি হিসেবে ইসলামি শরী’আহ্ বক্তব্য রাখেন সাচনা বাজার মাদ্রাসা শিক্ষা সচিব মাওঃ এখলাছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওঃ সিরাজুল ইসলাম।
জানাযায়, এখন থেকে জামালগঞ্জ পূবালী ব্যাংক শাখা হতে নিয়মিত অনলাইনের মাধ্যমে শরী’আহ্ মোতাবেক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হবে। শরী‘আহ্ নির্দেশিত পন্থায় মুদারাবা সঞ্চয়ী
হিসাব, আল ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা পেনশন ডিপোজিট স্কিম, মুদারাবা হজ্ব সঞ্চয়ী হিসাব, মুদারাবা মোহরানা ডিপোজিট স্কিম, মুদারাবা মেয়াদী হিসাবসহ আরো বিভিন্ন বিনিয়োগে আগ্রহী সকল গ্রাহককে সব ধরণের সেবা প্রদান করা হবে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার একাধিক মসজিদ ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ উক্ত শাখায় কর্মরত সকল কর্মকর্তা কর্মমচারীবৃন্দ।