ছাতকে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে স্ত্রী

দৈনিকসিলেট প্রতিবেদক :
সুনামগঞ্জের ছাতকে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করেছে স্ত্রী সবতুন বেগম। এমনই একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম আবুল হোসেন। তিনি বারকি শ্রমিক ছিলেন।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের আপন ছোট ভাই আলী হোসেনকে তার বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার নিহতের স্ত্রী সবতুন বেগমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত স্ত্রী স্বেচ্ছায় আদালতে তার স্বামীর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি দেন। তার জবানবন্দির পর হত্যা্র রহস্য বের হয়ে আসে।
জানা যায়, গত ১৫ নভেম্বর ঘটনার ২৪ দিন পর তার লাশ রোয়া হাওর এলাকার জঙ্গল থেকে একটি কঙ্কাল উদ্ধার করে পুলিশ। লাশটি আবুলের বলে শনাক্ত করা হয়। পরে স্ত্রীর মুখোশ উম্মোচন করে পুলিশ।
এ বিষয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, নিহতের স্ত্রী তার স্বামীকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তার সহযোগী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।