নারী মুক্তির মূল মন্ত্রই হচ্ছে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া: স্বর্ণলতা

দৈনিকসিলেটডটকম
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি স্বর্ণলতা রায় বলেছেন, নারী মুক্তির মূল মন্ত্রই হচ্ছে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া। চা বাগানের নারী ও কিশোরীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও শারীরিক এবং মানসিকভাবে পরিচর্যা করতে হবে।
শুক্রবার সকালে মালিনীছড়া চা-বাগানের নারী ও কিশোরীদের নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বেগম রোকেয়ার জীবনী ও নারী জাগরণে কিভাবে ভুমিকা রেখেছেন সে বিষয়ে
বিস্তারিত আলোচনা করেন স্বর্ণলতা রায়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সিলেট উইমেন চেম্বার এবং জয়ীর যৌথ উদ্যোগে ২ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আলোচনা শেষে উইমেন চেম্বারের পক্ষ থেকে শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ও অমল ফাউন্ডেশনের পক্ষ থেকে মধু বিতরণ করা হয়।
দ্বিতীয় দিন ৮ই ডিসেম্বর মালিনীছড়া চা-বাগানের প্রায় দুইশত নারী ও কিশোরীদের মাঝে মধু বিতরণ করা হয় এবং তাদেরকে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে নানা ধরনের সচেতনতা মূলক শিক্ষা দেওয়া হয়।
দুদিন ব্যাপী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের সহ-সভাপতি লুবানা ইয়াসমিন, পরিচালক তাসমিন বেগম, উদ্যোক্তা নিপা চিম্বক, আফরোজা বেগম, চা বাগানের পঞ্চায়েত সদস্য সাধনা, নিরেন গোয়ালা, রাজু গোয়ালা ও লক্কাতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।