কমরেড ধীরেন সিং এর শোক সভা উপলক্ষে প্রস্তুতি সভা

দৈনিকসিলেট ডেস্ক :
বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল)-র কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও সিলেট জেলা সম্পাদক, সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াকু সৈনিক, সিলেটের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সদ্য প্রয়াত কমরেড ধীরেন সিং এর শোক সভা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় সিলেট জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) -র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্রজ গোপাল চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সিকান্দার আলী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে. এম. কিবরিয়া, ন্যাপ জেলা ভারপ্রাপ্ত সভাপতি এম. এ. মতিন, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সভাপতি সিরাজ আহমেদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, বাসদ মার্কসবাদী জেলা সদস্য মুখলেছুর রহমান, সাম্যবাদী দল নেতা নিবাস দে, গণতন্ত্রী পার্টির নেতা গুলজার আহমেদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ন্যাপ নেতা নিত্য রঞ্জন দাস, কমরেড ধীরেন সিং এর মেয়ে বেবি সিংসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।
সভা থেকে কমরেড ধীরেন সিং এর শোক সভা আগামী ২০ ডিসেম্বর (সাম্ভব্য) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৩ টায় আয়োজনের সিদ্ধান্ত হয়।
সভায় ব্যরিস্টার আরশ আলীকে আহবায়ক, ব্রজ গোপাল চৌধুরীকে যুগ্ম আহবায়ক এবং কে.এ. কিবরিয়াকে সদস্য সচিব করে কমরেড ধীরেন সিং শোকসভা কমিটি গঠন করা হয়।