শাবনূরের উড়ু চুমুর ভিডিও ভাইরাল

দৈনিকসিলেটডেস্ক
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। পর্দার বাইরে লাজুক ও স্বল্পভাষী এই অভিনেত্রী খালি গলায় তেমন গান গাইতেন না। তবে এবার ৩৫ সেকেন্ডের ফেসবুক ভিডিওতে এসে তিনি গান শোনালেন। গানের সঙ্গে জুড়ে দিলেন উড়ু চুমু।
তবে ভক্তদের প্রশ্ন থাকতে পারে, কার জন্য শাবনূরের এই গান।
শাবনূরের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, গাড়ির মধ্যে হাস্যোজ্জ্বল এই নায়িকা। কিছুটা ভেবে গান শুরু করেন। তার গলায় শোভা পায়, ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা।’ ‘প্রেমের তাজমহল’ সিনেমার এ গানের মূল কথা ছিল, ‘অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন