পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ কমিটি গঠন: সভাপতি শম্ভু, সম্পাদক অজিত

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার সাচনা বাজার শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্তমান সভাপতি করুণা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য্য শম্ভুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুন্ঞ্জয় ধর ভোলা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় কান্তি পুরকায়স্থ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ওই দিনই বিকেল থেকে ভোট প্রক্রিয়া বাতিল করে সমঝোতার জন্য কয়েক দফায় সন্ধ্যা পর্যন্ত মিটিং চলে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে সমরেন্দ্র আচার্য শম্ভুকে সভাপতি ও বাবু অজিত কুমার রায়কে সাধারণ সম্পাদক পদে ঘোষনা করা হয়।