নবীগঞ্জে নদী দখল করে ঘর নির্মানের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ বাজারের নিকট বড়ছড়া নদীর তীর দখল করে ঘর নির্মান করে রেখেছেন কয়েকজন প্রভাবশালী। এ নিয়ে প্রায় ৮ মাস আগে দরখাস্ত এবং পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও এখনো ব্যবস্থা নিতে পারেনি উপজেলা প্রশাসন।
এ নিয়ে গত ২২ ডিসেম্বর নুরুল আহাদ চৌধুরী সেলিম হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের নিকট পুনরায় অভিযোগ করেন। তবে এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার জানান, বিষয়টি নিয়ে ভূমি দখলকারী পক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।
তারা ঘরটি নিজেরাই সরিয়ে নিয়ে যাবেন জানিয়েছেন। তবে এ বিষয়ে সরেজমিন প্রতিবেদন হাতে পেলে তিনি নিজেই অবৈধ স্থাপনা অপসারণ করবেন। এর আগে সংবাদ প্রকাশিত হয় যে, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের অন্তর্গত রইছগঞ্জ বাজারের পাশ দিয়ে বড় ছড়া নদী প্রবাহিত হয়েছে।
ইদানিং রইছগঞ্জ বাজারের মৃত সাদিক মিয়ার পুত্র আব্দুল আওয়াল সহ আরো কয়েকজন লোক নদীর ওই স্থানে মাটি ভরাট করে ভাড়া দেয়ার জন্য দোকানপাট তৈরি করছেন। এতে করে নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হওয়া সহ পরিবেশের ওপর খারাপ প্রভাব পড়ছে।
এছাড়া জনসাধারণের চলাচলের রাস্তায় ও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ বিষয়ে জানতে নদী দখলের দায়ে অভিযুক্ত আব্দুল আউয়ালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখানে আমার মায়ের নামে রেকর্ডিয় ভূমি রয়েছে। তবে রেকর্ডিও ভূমির বাইরে সরকারী খাস জমিতেও আমাদের দোকান ঘর এর ভিটা গিয়ে থাকতে পারে।
তিনি আরো জানান, সার্ভেতে যদি এরকম দেখা যায় তাহলে সরকারি খাসজমি দোকানের ভেতর পড়েছে তবে তা ছেড়ে দেয়া হবে।