জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

দৈনিকসিলেটডেস্ক
জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার ভোর রাতে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল। নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তিনি জৈন্তাপুর থানার গুয়াবাড়ি আদর্শ গ্রামের তার মছদ্দর আলীর পুত্র।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি গত রাতের কোনো এক সময় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন। এ সময় খাসিয়ার একটি দল তাকে গুলি করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন