জামালগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ভোটের মাধ্যমে যুগান্তর প্রতিনিধি মো. হাবিবুর রহমানকে সভাপতি ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি মো. জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিদায়ী সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকারের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক নিজাম নূরের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সহ-সভাপতি হন দৈনিক পথের আলো প্রতিনিধি শেরে আলম শেরু ও দৈনিক কাজির বাজার প্রতিনিধি মো. নিজাম নুর, সহ সাধারণ সম্পাদক দৈনিক সুনামকণ্ঠ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালজয়ী প্রতিনিধি শাহীন আলম, অর্থ সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মো. বায়েজীদ বিন ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সুনামগঞ্জের খবর ষ্টাফ রিপোর্টার বিশ্বজিত রায়, দপ্তর সম্পাদক দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি মহসিন কবির, সাহিত্য সম্পাদক দৈনিক ভোরের সূর্য প্রতিনিধি নেহার দেবনাথ।
নির্বাহী সদস্য হন দৈনিক সুনামগঞ্জের খবর প্রতিনিধি মো. ওয়ালী উল্লাহ সরকার, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি অঞ্জন পুরকায়স্থ, দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক সংবাদ প্রতিনিধি আকবর হোসেন, দৈনিক বিজয়ের কণ্ঠ প্রতিনিধি মো. আখতারুজ্জামান তালুকদার, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি দিল আহমেদ।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রতিষ্ঠিত “জামালগঞ্জ প্রেসক্লাব” জামালগঞ্জে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকাতে পেশাগতভাবে কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত একটি মূলধারার প্রেসক্লাব।