সিলেট স্টেশন ক্লাব মহিলা উপ-পরিষদের পিঠা উৎসব সম্পন্ন

দৈনিকসিলেটডটকম
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড মহিলা উপ-পরিষদের উদ্যোগে ঝাঁকঝমকপূর্ণভাবে পিঠা উৎসব পালন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে ক্লাব প্রাঙ্গনে ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট কেক কেটে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন।
পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, ক্লাবের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ আব্দুল মোমিন, পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মোমিন আহমদ, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান। মহিলা উপ-পরিষদের উপদেষ্টাবৃন্দের মধ্যে ছিলেন, সৈয়দা জেবুন্নেছা হক, জেবুন্নাহার সেলিম, রওনক জাহান, বিলকিস জাহান চৌধুরী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আহ্বায়ক বিদ্যুৎ প্রভা সাহা, সদস্য তুলসী রাণী দত্ত, রেবেকা ইয়াসমীন, অর্চণা বণিক, মুক্তার বেগম, শারমিন জাহান জুঁই, নাজনীন হোসেইন প্রমুখ।
উৎসবে শীতকালীন বিভিন্ন রকমের পিঠা, খেজুর রসের পুলি পিঠা, ভাঁপাপিঠা, পাটিপসা পিঠা, নারিকেল পুলি, দই চিতই পিঠা, বেনী পিঠা, নকশি পিঠা সহ অর্ধশত বাহারি পিঠার সাথে অন্যান্য খাদ্য সামগ্রীর স্বাদে টইটুম্বুর ছিল পিঠা উৎসব। বিজ্ঞপ্তি