পিএসজির মাঠে যে কারণে খেলবেন না মেসি

দৈনিকসিলেট ডেস্ক :
বিশ্বকাপের বিরতি শেষে আজ মাঠে ফিরছে ফরাসি লিগ ওয়ান ফুটবল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিও মাঠে নামবে। তবে কোচ ক্রিস্তফ গালতিয়েকে দল সাজাতে হচ্ছে লিওনেল মেসিকে বাদ দিয়ে। কিন্তু কী কারণে থাকবেন না মেসি?
জানা গেছে ছুটি বাড়িয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি। এ কারণেই তাকে দলের সাথে দেখা যাবে না।
নেইমার ও কিলিয়ান এমবাপে আগেই ফিরেছেন ফরাসি ক্লাবটিতে। মঙ্গলবার (২৭ নভেম্বর) দলের সঙ্গে অনুশীলনও করেছেন দুই সুপারস্টার।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের নেইমার ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে যাওয়া কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত এক গোল উপহার দেন। ফ্রান্সের এমবাপে ফাইনালে হ্যাটট্রিক করে আট গোল নিয়ে সেরা গোলদাতার ‘গোল্ডেন বুট’ জেতেন। আজ স্ত্রাসবুর্গের বিপক্ষে দু’জনকেই সম্ভবত শুরুর একাদশে খেলাবেন কোচ গালতিয়ে। রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপ ট্রফির সঙ্গে সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’ জেতা মেসির ফেরার ব্যাপারে পিএসজি কোচ জানিয়েছেন, দেশে বিশ্বকাপ জয় উদযাপন শেষ করে ১ জানুয়ারি তার ফেরার কথা ছিলো। এখন দু’একদিন দেরি হবে। দলের সঙ্গে যোগ দেওয়ার পর মাঠে নামতে তাকে দু’সপ্তাহের রিকভারি সেশন পার করতে হবে। গত ১৪ নভেম্বর বিশ্বকাপের বিরতিতে যাওয়ার আগে পিএসজি লিগ ওয়ানে অক্সেরকে ৫-০’তে বিধ্বস্ত করেছিলো। ১৫ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে লেন্সকে পাঁচ পয়েন্ট দূরে রেখেছে লিগ লিডাররা।