প্রবাসী বাংলাদেশীরা এনআইডি কার্ড পাবেন: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

দৈনিকসিলেট প্রতিবেদক :
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, বিশ্বে যত প্রবাসী আছেন সবাই এনআইডি কার্ড পাবেন এজন্য তাদেরকে দেশে আসতে হবে না।বিদেশে বসেই তারা এনআইডি কার্ড পাবেন।তিনি বলেন, প্রবাসীরা জমি জামা নিয়ে বিভিন্ন সময় সমস্যায় পড়েন এজন্য রেপিট ট্রাইবুন্যাল করার প্রস্তাব দিয়ে ছিলাম তা এখনো পাস হয়নি।পাস হলেন অনেক সমস্যা সহজেই সমাধান হবে।
বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) শহরতলীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠিত হয়।সিলেট বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারী করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রবাসীদের জন্য ভিন্ন সুবিধার কথা চিন্তা গত ২৭ ডিসেম্বর মন্ত্রীসভায় প্রবাসী দিবস পালন করার অনুমোধন করা হয়।প্রতিবছর ৩০ ডিসেম্বর এ দিবস পালন করা হবে।
তিনি প্রস্তাব করে বলেন,আমাদের দেশের সসবাইকে সোশ্যাল সিকিউরাটির আন্ডারে আনতে হবে।সেজন্য আমাদের দেশের সকল নাগরিক যারা আইডি কার্ড পাবেন তাদের সবাইকে ট্যাক্সের আওতায় আনার প্রস্তাব করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স এসোসিয়েশনের সহসভাপতি অধ্যাপক মোঃ শফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টির সিনিয়র সহসভাপতি।
সিলেট কর অঞ্চলের কমিশনার মোঃ আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মর্তুজা শরিফুল ইসলাম।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কর প্রদান পদ্ধতি আরো সহজ ও ডিজিটাল করার ব্যাপারে তাগিদ দেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারী করদাতাগন তাদের অনুভূতি প্রকাশ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে করদাতাদের সুদৃশ্য ক্রেস্ট, সনদ, গিফট বক্স ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সিলেট বিভাগের ৪ জেলা ও সিসিকের ৩৫ ব্যক্তিকে সেরা করদাতা সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ রেনুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ।