বিয়ের আসরে নাচতে গিয়ে নবদম্পতির যা ঘটলো (ভিডিও)

দৈনিকসিলেটডেস্ক
শীত যেন বিয়ের মৌসুম। এই ঋতু এলেই প্রায় সবখানে বিয়ের ধুম পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় নানা চমকপ্রদ আর হাস্যরসাত্মক ছবি বা ভিডিও।
এবার ভারতের জয়পুরে এক নবদম্পতির ভিডিও ভাইরাল হয়েছে। লাইক আর শেয়ারের বন্যায় ভাসছে গত ১৫ ডিসেম্বর শেয়ার হওয়া ভাইরাল সেই ভিডিও। খবর এনডিটিভির।
এতে দেখা যায়, নববধূ লেহেঙ্গা পরে বরের সঙ্গে নাচে ব্যস্ত। হঠাৎ ঘটল অঘটন। ভারসাম্য হারিয়ে ফেলল নতুন বর। নাচার সময় নববধূকে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ল নতুন বর।https://www.instagram.com/reel/CmMkLclgylC/?utm_source=ig_web_copy_link
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন