ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শীঘ্র চালু হচ্ছে ই-গেট

নিজস্ব প্রতিবেদক:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হতে যাচ্ছে ই-গেট । এর ফলে যাত্রীরা দ্রুত ঝামেলামুক্ত ভাবে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বের হতে পারবেন।ইমিগ্রেশনের পুলিশের মুখোমুখি হতে হবে না। তবে যে সকল যাত্রীদের ই-পাসপোর্ট আছে তারাই এই সুযোগ পাবের।
ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ দৈনিকসিলেটডটকমকে এ তথ্য জানিয়েছেন ।
তিনি আরো জানান,ইমিগ্রেশন পুলিশ ই-গেট পরিচালনায় কাজ করবে। ই-পাসপোর্ট নিয়ে যখন একজন যাত্রী ই-গেটের কাছে যাবেন, তখন একটি নির্দিষ্ট স্থানে ই-পাসপোর্টটি রাখলে সঙ্গে সঙ্গে গেট খুলে যাবে। গেটের নিচে দাঁড়ানোর পর ক্যামেরা ছবি তুলে নেবে। এরপর সব ঠিকঠাক থাকলে ২৫-৩০ সেকেন্ডের মধ্যেই যাত্রী ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবেন।
তিনি বলেন, এটা চালু হলে ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান আরো বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করার যে কথা বলছেন এটি তারই একটি অনুসঙ্গ বলা যায়।