সিলেট মিররের বর্ষসেরা প্রতিনিধি হলেন বিশ্বজিত রায়

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি :
সিলেটের স্থানীয় দৈনিক সিলেট মিরর-এর বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ প্রতিনিধি বিশ্বজিত রায়। শুক্রবার সন্ধ্যায় সিলেট মিরর’র আয়োজনে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত সিলেট মিরর পুরস্কার ২০২২ অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি। এর আগে সিলেট মিরর-এর সম্পাদক আহমেদ নূর বর্ষসেরা উপজেলা প্রতিনিধি হিসেবে বিশ্বজিত রায়ের নাম ঘোষণা করেন। বিশ্বজিত রায় ২০২২ সালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কৃষকের দুঃখগাথা শিরোনামে পাঁচ পর্বের বিশেষ প্রতিবেদন ও হাওর রক্ষা বাঁধ (পিআইসি) এর বিভিন্ন অনিয়ম দুর্নীতি সম্পর্কিত একাধিক প্রতিবেদন তৈরি করেন, যা সিলেট মিরর-এ প্রকাশিত হয়। প্রতিবেদনে হাওর অঞ্চলের কৃষকের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। কৃষকের সোনালী ফসল ঘরে তোলার ক্ষেত্রে এই প্রতিবেদন ইতিবাচক ভূমিকা পালন করে বলে মনে করেছে সিলেট মিরর কর্তৃপক্ষ।
পুরস্কারের প্রাপ্তির ব্যাপারে বিশ্বজিত রায় বলেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সত্য ও সুন্দর সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সমাজের অশিষ্টজনদের প্রতি এটি বড় জবাব। কারণ সংবাদপত্রে সত্যটা লিখতে গিয়ে দুর্নীতিবাজ গোষ্ঠীর নগ্ন আক্রমণের শিকার হচ্ছি। দৈনিক সিলেট মিরর আমার মতো ক্ষুদ্র কলমসৈনিককে যে সম্মান দিয়েছে এটি ধরে রাখার চেষ্টা করব।