ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী যুবক নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের নাম জৈন উদ্দিন (১৮)। সে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস এর পাশদিয়ে ৪ জনের একটি দল ভারত থেকে লাকড়ি সংগ্রহের জন্য প্রবেশ করে। এ সময় খাসিয়াদের ছুঁড়া গুলি জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে বিদ্ধ হলে ঘটনাস্থলে প্রাণ হারান। এবং তার সাথে থাকা বাকি ৩ জন দৌড়ে বাংলাদেশে চলে আসে। এদিন সন্ধ্যার পর তারা গিয়ে আবার জৈন উদ্দিনের লাশ নিয়ে আসে।
উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডারের দায়িত্বে থাকা নায়েক সুবেদায় রফিক জানান, ভারত থেকে লাকড়ি আনতে ৪ জনের একটি দল গিয়ে ছিল। এ সময় খাসিয়ারা তাদেরকে গুলি করে। খাসিয়ার গুলিতে ১ জন মারা গেছে। বাকি ৩ জন সুস্থ আছে। তিনি আরো বলেন, সীমান্ত এলাকার লোকজনকে নিয়ে প্রায় সময় সচেতনতা মূলক সভা করা হয়। তার পরেও ভারত যাওয়া থেকে তাদেরকে আটকানো যায় না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ভারতীয়ের গুলিতে সীমান্ত এলাকায় একজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও আমাদের আইনি প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা প্রেরক