সুনামগঞ্জে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, দুইজন আটক

দৈনিকসিলেট ডটকম :
সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ২ সদস্যসহ একটি গাড়ি উদ্ধার করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়। আরেক আসামি সিলেটের কোম্পানিগঞ্জ এলাকার সামসুদ্দিন পলাতক রয়েছেন। রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রিপন কুমার মোদক।
আটককৃত দুজন হলেন, সিলেটের জালালাবাদ থানার কান্দিগাও গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন ও সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়ার আব্দুল আলিমের ছেলে শাহিনুর হোসেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রিপন কুমার মোদক বলেন, অন্যান্য চুরি কমে গেলেও সম্প্রতি সিএনজিচালিত অটোরিকশা চোরের একটি চক্র মাথা চাড়া দিয়ে উঠেছে। এ বিষয়ে একটি সংবাদ ঢাকা পোস্টে প্রকাশিত হয়। এভাবে বিষয়টি নজরে আসার পর আমরা টহল কার্যক্রম জোরদার করি এবং চক্রকে ধরতে অভিযান পরিচালনা করতে থাকি। অভিযানের অংশ হিসেবে প্রথমে আসামি গ্রেপ্তার করি। আসামিদের দেওয়া তথ্যে সিলেট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করি। অন্যান্য মামলার আসামি গ্রেপ্তার ও গাড়ি উদ্ধারে পুলিশ দিনরাত কাজ করছে। খুব শীঘ্রই সেগুলো উদ্ধার হবে।
তিনি আরও বলেন, চুরি একা হয় না। একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এ জেলায় চুরি হয়ে থাকে, আমরা অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে এ্যাকশন নিয়ে আসামিদের আটক করে থাকি। আমরা আমাদের পুলিশি টহল বৃদ্ধি করেছি, গোয়েন্দা মোবাইল টিমের পাশাপাশি পুলিশের সকল ইউনিট চুরি বন্ধে কাজ করে যাবে।
সদর থানার দেওয়া তথ্যমতে, সুনামগঞ্জ সদর থানায় গত এক সপ্তাহে চুরি যাওয়া ৫ টি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ থানায় গত এক বছরে চুরির মামলা হয়েছে ৩৩টি। এর মধ্যে ২৮টি চুরি যাওয়া গাড়ি উদ্ধার ও ৫৪ জন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
উল্লেখ্য, “সুনামগঞ্জে আতঙ্কে চালকেরা, এক মাসে চুরি ২৫টি অটোরিকশা” শিরোনামে ২৫ ডিসেম্বর ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি পুলিশ প্রশাসনের নজরে আসলে তারা তৎপরতা বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় চক্রটিকে আটক করে পুলিশ।