সিলেট জেলা প্রেসক্লাব নব নির্বাচিতদের ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শুভেচ্ছা

দৈনিকসিলেটডটকম
সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনে হাসিনা বেগম চৌধুরী সভাপতি ও শাহ দিদার আলম চৌধুরী নবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং অন্যান্য পদে বিজয়ী সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার এক শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, কোষাধ্যক্ষ মো. আমজাদ আলী সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, নব-নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ ঐতিহ্যবাহি সিলেট জেলা প্রেস ক্লাবের ভাবমুর্তি উজ্জলে অনুকরনীয় ভূমিকা রাখবেন। আমরা আশা করি, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং এ পেশার মান উন্নয়নে সকলের আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বে সিলেট জেলা প্রেসক্লাব আরও বহুদূর এগিয়ে যাবে। নেতৃবৃন্দ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।