আল আকসাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নিরাপত্তা পরিষদে বৈঠক আহ্বান

দৈনিকসিলেটডেস্ক
মুসলিমদের পবিত্র আল আকসা মসজিদকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মসজিদ চত্বরে ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভিরের প্রবেশ এবং উগ্র ইহুদিদের উস্কানি দেয়ার কারণে নতুন করে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি মিটিং আহ্বান করেছে সংযুক্ত আরব আমিরাত ও চীন। কূটনীতিকরা বলছেন, আজ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদ এই মিটিংয়ে বসতে পারে। মসজিদ চত্বরে বেন-গাভির প্রবেশের কঠোর নিন্দা জানিয়েছে মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত। ফিলিস্তিনি নেতারা একে অপ্রত্যাশিত উস্কানি বা প্ররোচনা বলে অভিহিত করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘মসজিদ চত্বরে চরমপন্থি মন্ত্রী বেন গাভির প্রবেশের কড়া নিন্দা জানায় ফিলিস্তিন। একই সঙ্গে এটা যুদ্ধে উস্কানি ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাওয়ার প্ররোচনা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
আল আকসা মসজিদে বেন গাভিরের সফরকে এই মসজিদ ইহুদিদের উপাসনালয় বানানোর একটি ফন্দি হিসেবে অভিযোগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সত্যয়ে। তিনি বলেন, ইসরাইলের বহু উগ্র ডানপন্থির লক্ষ্য এমনই।
সতর্কতা উচ্চারণ করেছে গাজা উপত্যকায় ক্ষমতায় থাকা যোদ্ধা গোষ্ঠী হামাস। তারা বেন গাভির এই উদ্যোগকে ‘রেডলাইন’ অতিক্রম হিসেবে অভিহিত করেছে। এমন অবস্থায় মঙ্গলবার রাতে গাজা থেকে একটি রকেট ছোড়ার অভিযোগ করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে ওই রকেটটি ফিলিস্তিনের ভূখণ্ডেই পতিত হয়েছে।
ওদিকে মঙ্গলবার দিনশেষে দেয়া বিবৃতিতে জানিয়েছেন, তিনি কোনো পরিবর্তন ছাড়া টেম্পল মাউন্ট (আল আকসা মসজিদ চত্বর)-এর স্থিতিতাবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবারই ইসরাইলি মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর। কিন্তু তিনি তা ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন। ইসরাইলের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ সোমবার সতর্ক করেছেন যে, মসজিদ চত্বরে বেন গাভির পরিকল্পিত প্রবেশ সহিংসতায় নেতৃত্ব দেবে। একে তিনি ইচ্ছাকৃত প্ররোচনা বলে অভিহিত করে বলেন, এর ফলে মানুষের জীবন বিপদে পড়বে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ব্রিফিংয়ে বলেছেন, একতরফা যেকোনো কর্মকাণ্ড, যাতে উত্তেজনা বৃদ্ধি পায়, তার জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, আমরা এর বিপরীতটা দেখতে চাই। জেরুজালেমের পবিত্র স্থাপনাগুলোর ঐতিহাসিক মর্যাদার প্রতি শ্রদ্ধা সংরক্ষণে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, স্থিতাবস্থাকে নষ্ট করে এমন যেকোনো একতরফা কর্মকাণ্ড অগ্রহণযোগ্য।
আল আকসা মসজিদ মুসলিমদের কাছে অতি পবিত্র স্থান। একইভাবে ইহুদিদের কাছেও পবিত্র। তাদের কাছে এটি পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে। তারা মনে করে, এই স্থানটি এতটাই পবিত্র যে, সেখানে তাদেরকে প্রবেশ করতে হবে। কিন্তু মঙ্গলবার এই আল আকসায় প্রবেশ করার কারণে বেন গাভির প্রবেশের কড়া সমালোচনা করেছেন ইসরাইলের প্রধান রাবি ইসহাক ইউসেফ। তিনি প্রশ্ন রাখেনÑ যখন জনগণ দেখবে একজন মন্ত্রী ক্যাবিনেটের অবস্থান লঙ্ঘন করেছেন, তখন সাধারণ মানুষ কী করবে?