মদন মোহন কলেজ ছাত্রলীগ কর্মী মতিন হত্যা: থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ::
সিলেটে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন ছাত্রলীগ কর্মী আব্দুল মতিন । গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন লামাবাজারে বাসিন্দা আব্দুল আলীমের ছেলে।
আব্দুল মতিন নিহতের ঘটনায় মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম আলী বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং-৩৭ তারিখ ২৬/০২/২০২১ইং।
মামলার আসামীরা হলেন, মুক্তার আহমদ, মকসুদুল করিম, জহিরুল ইসলাম আলাল, কামরান উদ্দিন অপু, মোঃ মিজানুর রহমান, আফজাল হোসেন, রাসেল আহমদ, আবুল হোসেন, কাশেম আহমদ, রুবেল আহমদ, জহির মিয়া, আবুল কালাম, আব্দুর রাজ্জাক, আব্দুল মালিক।
মামলা সুত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সকালে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মী সমাবেশ আয়োজন করেছিল। একই স্থানে কলেজ ছাত্রদল তাদের প্রতিবাদ মিছিল করে। মিছিল থেকে ছাত্রলীগের সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা এলোপাতারি ইট পাটকল ও গুলি ছুরতে থাকে। ঘটনাস্থলে ছাত্রলীগ কর্মী আব্দুল মতিন নিহত হন।
কলেজ ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম আলীর সাথে যোগাযোগ করিলে তিনি বলেন ছাত্রদল পরিকল্পিতভাবে আমাদের সমাবেশে হামলা করে আমার ছাত্রলীগ কর্মী আব্দুল মতিনকে হত্যা করে।
অপরদিরে কলেজ ছাত্রদলের আহবায়ক মুক্তার আহমদের সাথে যোগাযোগ করিলে তিনি বলেন ছাত্রলীগের অন্তকোন্দলে খুন হন আব্দুল মতিন। এই খুনের ঘটনা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সমম্পৃক্ততা নেই।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করিলে তিনি বলেন আব্দুল মতিন হত্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।