৯২ বছরের পুরনো পাসপোর্টের ছবি ভাইরাল

দৈনিকসিলেটডেস্ক
একজন ইন্টারনেট ব্যবহারকারী সম্প্রতি তার দাদার ব্রিটিশ ভারতীয় পাসপোর্টের ছবি টুইটারে শেয়ার করেছেন, যার বয়স প্রায় ৯২ বছর। পোস্টটি ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে আলোড়ন তৈরি করেছে।
আংশুমান সিং নামের ওই ব্যক্তি টুইটারে জানিয়েছেন, পাকিস্তানের লাহোর থেকে পাসপোর্টটি প্রদান করা হয়েছিল। সে সময় তার দাদার বয়স ছিল প্রায় ৩১ বছর। তিনি লিখেছেন, “এটি আমার দাদার ‘ব্রিটিশ ভারতীয় পাসপোর্ট’, ১৯৩১ সালে লাহোর থেকে জারি করা হয়েছিল। তখন তার বয়স অবশ্যই ৩১ বছর ছিল।”
ছবিতে দেখা যায়, পাসপোর্টটি পাঞ্জাব রাই নামে একজনের ছিল। এটি কেনিয়া কলোনি এবং ভারতে ১৯৩৬ সাল পর্যন্ত বৈধ ছিল। এ ছাড়াও পাসপোর্টে সেটির ধারকের ছবি এবং উর্দুতে স্বাক্ষর রয়েছে। একটি পৃষ্ঠায় তৎকালীন পাঞ্জাব সরকারের স্ট্যাম্পসহ বহনকারীর চলাচল এবং সুরক্ষা নিয়ে নির্দেশনাও দেখা গেছে।
টুইটারে শেয়ার করার পর থেকে পোস্টটি এখন পর্যন্ত প্রায় এক লাখ ৩১ হাজার বার দেখা হয়েছে এবং দেড় হাজারের বেশি মানুষ এতে লাইক দিয়েছে। অনেকেই এটিকে ‘মূল্যবান সম্পত্তি’ বলে অভিহিত করেছেন। কেউ কেউ আবার বলেছেনচ, পাসপোর্টটি জাদুঘরে স্থান পাওয়ার যোগ্য।
একজন ব্যবহারকারীরা লিখেছেন, ‘বাহ, চমৎকার পারিবারিক ইতিহাস।’
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘১৯৩১ সালে পাসপোর্ট পাওয়া একটি দুর্দান্ত ব্যাপার। সেই সময়ে পাসপোর্ট কী তা বেশিরভাগ মানুষই জানত না।’
সূত্র : এনডিটিভি