কবে মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, জানা গেল তারিখ

দৈনিকসিলেট ডেস্ক :
সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়ে রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে এখনই ক্লাবটির হয়ে অভিষেক হচ্ছে না পর্তুগিজ তারকার। কিন্তু তার আগেই সৌদি আরবে খেলবেন রোনালদো। যেখানে তিনি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন মেসি, নেইমার, এমবাপ্পেদের পিএসজিকে।
একটি প্রদর্শনী ম্যাচে আল হিলাল ও আল নাসরে দল মিলিয়ে একটি প্রথম একাদশ তৈরি করা হবে। এই একাদশেই খেলবেন রোনালদো। প্রতিপক্ষ পিএসজির হয়ে সেই ম্যাচে খেলার কথা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেমারের। তবে তিন তারকাই খেলবেন কিনা, তা অবশ্য এখনও নিশ্চিত নয়।
রোনালদোদের প্রদর্শনী ম্যাচের জন্য আলাদা একটি জার্সি তৈরি করা হবে। সেই ম্যাচটি হতে চলেছে ১৯ জানুয়ারি। এই খবর জানিয়েছেন আল নাসেরের কোচ রুডি গার্সিয়া।
গার্সিয়াকে প্রশ্ন করা হয়েছিল কবে রোনালদোর অভিষেক হবে। তিনি জবাবে বলেন, ‘তার অভিষেক আল নাসরের জার্সিতে হবে না। আল হিলাল ও আল নাসরে মিলিয়ে একটি মিশ্র দল তৈরি করা হবে। আল নাসরের কোচ হিসাবে এই ম্যাচের জন্য আমি অত্যন্ত খুশি। নিজেদের উন্নত করতে আমরা সব সময় পিএসজি-র মতো ক্লাবকে দেখি। তাদের থেকে শিখি। তিন দিন পরে লিগের একটা ম্যাচ রয়েছে আমাদের। সূচি অনুযায়ী, এর থেকে ভালো সময়ে ম্যাচটা হতে পারত না। আমরা প্রথম স্থানে রয়েছি। সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এই লিগ জেতা খুবই কঠিন। কিন্তু রোনালদোকে পেয়ে আমরা সেই কাজটাই করে দেখাতে চাই।’