সাংস্কৃতিক উৎসবের মনোমুগ্ধকর পরিবেশনা

দৈনিকসিলেটডটকম
‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে আজ (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্ত প্রাঙ্গনে ‘২০৪১ : বাংলাদেশ হবে নান্দনিক’ শিরোনামে ৪র্থ দিনের সাংস্কৃতিক উৎসব শুরু হয়। সাংস্কৃতিক পরিবেশনার পূর্বে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন; সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির এবং ইলেকট্রনিক মিডিয়া এন্ড জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি মঈনুদ্দিন মঞ্জু। পদ্মশ্রী দে’র উপস্থাপনায় সাংস্কৃতিক উৎসবে দেশের গান, ভাষার গান, আধুনিক গান, বাউলগান, লোকগান, লোকনৃত্য ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন শ্রীহট্ট ললিতকলা একাডেমি, গ্রীণ ডিজেবল্ড ফাউন্ডেশন, ছন্দনৃত্যালয়, সুরের ভুবন, তারুণ্য, সিলেট, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, হিল্লোল শর্মা, পল্লবী দাস মৌ, সৌরভী ব্যানার্জি, মৃন্ময়ী রায় মীম, দিয়া পুরকায়স্থ ও শ্রাবন্তী ধর। শিল্পীদের নান্দনিক পরিবেশনায় মুগ্ধ উপচে পড়া দর্শক। উৎসবে উপস্থিত হাজারো দর্শকের মুহুর্মুহুর করতালিতে প্রশংসিত হয় শিল্পীদের সকল পরিবেশনা। উৎসবটি চলবে আগামী ১৩ জানুয়ারি প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত।