নবীগঞ্জের যৌতুকলোভী স্বামী কারাদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে যৌতুকলোভী স্বামীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার(৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোস্তফা মিয়া।
কোর্ট পেশকার ফজলু মিয়া জানান, গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের মাসুক মিয়ার কন্যা নুরুন্নাহার আক্তারের সাথে কায়স্থ গ্রামের মৃত ছুরুক মিয়ার পুত্র মোঃ ফখরুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন সুখে কাটলেও ২০১৮ সালে ১১ ফেব্রুয়ারি ২ লাখ টাকা যৌতুকের দাবিতে ফখরুল ইসলাম স্ত্রী নুরুন্নাহারকে পিটিয়ে আহত করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। নুরুন্নাহার বাদি হয়ে ফখরুল ইসলা, তার ভাই বদরুল ইসলাম, শাশুড়ি শুকুর চাঁন, ননদ আরিফা বেগমের বিরুদ্ধে আদালতে মামলা করেন। স্বাক্ষি প্রমাণ শেষে সোমবার ফখরুলকে ৩ বছরের কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
পেশকার আরও জানান, আসামি জামিনে গিয়ে পলাতক হয়ে যায়। রায়ের সময় উপস্থিত না থাকায় সাজা পরোয়ানা থানায় প্রেরণ করা হয়। এ ছাড়া অপর ৩ জনকে খালাস প্রদান করা হয়।