সিলেটে শীতার্ত মানুষের পাশে মোমেন ফাউন্ডেশন ও সেলিনা মোমেন

দৈনিক সিলেট ডট কম
সিলেটে শীতার্ত মানুষের পাশে মোমেন ফাউন্ডেশন দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই শীতার্ত মানুষের মাঝে ব্যাপক হারে শীতবস্ত্র বিতরণ করছেন মোমিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সেলিনা মোমিন।
মঙ্গলবার সিলেটের দলদলী, খাদিম, বড়জান, ছরাগাং চা বাগান এবং বড়জান চা কারখানার শ্রমিকদের ৫০০ বাচ্চাদের মধ্যে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতের জ্যাকেট, সোয়েটার, শীতের কাপড় এবং সিলেট সিটির বর্ণমালা পয়েন্টে শীতার্ত মানুষের মাঝে ২০০ কম্বল তিনি বিতরণ করেন ।
চা শ্রমিকদের শিশুরা শীতের এই নতুন কাপড় পেয়ে উৎফুল্ল হয়ে ওঠে। তাদের মধ্যে আনন্দ বিরাজ করে। এসময় মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন চা শ্রমিকদের বাড়িতে বাড়িতে গিয়ে শ্রমিকদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে শীতের বস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণে আরোও উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জনাব শফিউল আলম জুয়েল, পররাষ্ট্রমন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদ, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব হিরন মাহমুদ, সিলেটস্ত বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক তৌফিকুল আলম বাবলু, সহ সভাপতি ডাঃ শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক সোহাগ ইবনে নূর, আইন সম্পাদক এড. শহিদুল্লাহ, খাদিমনগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড মেম্বার এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান শামিম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জনাব নান্টু রঞ্জন সিংহ, সিনিয়র সহসভাপতি জনাব রবু মিয়া।
সাংগঠনিক সম্পাদক সুশান্ত চাষা বাচ্চু,
সহ সাংগঠনিক সম্পাদক বিকাশ রঞ্জন দাস,
খাদিম চা বাগান পঞ্চায়েত সভাপতি সবুজ তাতি,
ছড়াগাং চা বাগান পঞ্চায়েত সভাপতি কমল চাষা সহ এবং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য করুনাময়তা মহন চাক্তি, দলদলী চা বাগানের ম্যানেজার এ আর এম জিলকার চৌধুরী, লাক্কাতুরা চা বাগানের লিগাল এডভাইজর এ এইচ এম জাফর চৌধুরী, টুকেরবাজার ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম চৌধুরী,
শাহজাহান মিয়া,পন্চু ছত্রি,বাদল নায়েক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।