সিলেট রেজিস্ট্রারী মাঠে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা নগরীর রেজিস্ট্রারি মাঠের সামনে জড়ো হচ্ছেন। সিলেটসহ ১০টি বিভাগীয় শহরে (সাংগঠনিক বিভাগ)গণ-অবস্থান কর্মসূচি দিয়েছে।বুধবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে।
ইতোমধ্যে গণঅবস্থান কর্মসূচীতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হোসেন জীবন, বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমসহ সিনিয়র নেতৃবৃন্দ।
বিএনপি নেতারা জানান, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে।আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।
শুরু থেকে বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছিল সিলেট নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার গণ-অবস্থান কর্মসূচী পালন করা হবে।কিন্তু মঙ্গলবার সকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথসভার পর অনিবার্য কারণে গণ-অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তনের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
জানা যায়, সিলেট রেজিস্টারি মাঠে গণ-অবস্থান কর্মসূচি পালন করবে সিলেট বিভাগ বিএনপি। অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।