চুনারুঘাটে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

নুর উদ্দিন সুমন,হবিগঞ্জ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার চুনারুঘাটের আলুনিয়ার মৃত আঃ শহীদের ছেলে আব্দুল হাই বকুল (৪০), মোঃ সুরুক মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৩০), মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ তারা মিয়া (৩৮), নিশ্চিন্তপুরের মৃত ইয়াকুত মিয়ার ছেলে মোঃ আঃ আওয়াল (৫১), মৃত উসমান আলীর ছেলে মোঃ আব্দুল মান্নান (৫৮), গোয়াছপুরের মৃত ফিরুজ মিয়ার ছেলে মোঃ মাসুক মিয়া (৩৮), আমতলার চেরাগ আলীর ছেলে মোঃ শামিম (৩২)।
তাদেরকে বুধবার (১১ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফের দিকনির্দেশনায় এসআই ছদরুল আমীন, এএসআই মহসিন কবির ও এএসআই কামরুল ইসলামসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আলুনিয়ার আঃ হাই বকুলের গোয়ালঘরে অভিযান চালান। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার হয়।
ওসি মোঃ আলী আশরাফ জানান, ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৯ হাজার ৩৫০ টাকা, তাস, চাদর ও সিগারেটের খালি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।