সিসিকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী!

মুহিত চৌধুরী
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আগামী নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন, এনিয়ে যখন চায়ের কাপে ঝড় ঠিক সে সময়ে কম্পন সৃষ্টি করেছে একটি খবর। আর খবরটি হলো যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন । দল তাকে নাকি মনোনয়ন দেবার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া এ তথ্যটির
ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামীলীগের এখনও কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও সহসা বিষয়টি খোলাসা হবে বলে জানা গেছে।
অন্য একটি সূত্র মতে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী অত্যন্ত শক্তিশালী একজন প্রার্থী। তার বিপরীতে আনোয়ারুজ্জামান চৌধুরীই মানানসই। সিসিকে তিনি প্রার্থী হলে ২৪ ঘণ্টার রাজনীতিবিদ হিসেবে খ্যাত শফিকুর রহমান চৌধুরীকে বালাগঞ্জ-ওসমানী নগর আসনে জায়গা করে দেয়া যাবে। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শফিকুর রহমান চৌধুরী বিএনপির জাঁদরেল রাজনীতিক এম ইলিয়াস আলীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। তার এই আসনটিতে প্রার্থী হবার ঘোষণা দিয়ে কাজ শুরু করেন আনোয়ারুজ্জামান চৌধুরী । এ নিয়ে বালাগঞ্জ-ওসমানী নগর আওয়ামী লীগ দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। আর শফিকুর রহমান চৌধুরী এ নিয়ে চরম অস্বস্থির মধ্যে ছিলেন। আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের মেয়র প্রার্থী হলে দলের জন্য নিবেদিত শফিকুর রহমানের অস্বস্থি কেটে যাবে।
২০১৮ সালে শফিকুর রহমান চৌধুরী সিলেট-২ আসনে প্রার্থীর জন্য প্রস্তুতি নিয়েও শরিক দলকে ছাড় দেন আসনটি। পরপর দুদফা তিনি দলের স্বার্থে তার সংসদীয় আসনটি মহাজোটের শরীক জাতীয় পার্টিকে ছাড় দেন।
অন্যদিকে আনোয়ারুজ্জামান চৌধুরীও একজন ক্লীন ইমেজের রাজনীবিদ ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। কলেজ জীবনে তিনি তৎকালীন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতি করেন তিনি। এরপর তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে গিয়েও আনোয়ারুজ্জামান চৌধুরী থেমে থাকেন নি। সেখানে প্রথমে তিনি যুবলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। বর্তমানে যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও ইতোপূর্বে সিসিকের মেয়র প্রার্থী হতে অন্তত ছয় আওয়ামীলীগ নেতা নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি নানা সামাজিক অনুষ্ঠানে নগরবাসীর মনোযোগ আকর্ষণ করছেন।
এরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের দৃষ্টি আর্কষণ করলে তিনি দৈনিকসিলেটকে বলেন, এ ধরণের কোন তথ্য আমার জানা নেই। এটা কারো পার্সেপশন থেকে প্রচার লাভ করেছে। আওয়ামী লীগ একটি বিশাল দল এই দল নিয়ে বা প্রার্থী নিয়ে নানা জন নানা ধারণা পোষণ এবং মতামত ব্যক্ত করতেই পারে। তবে সিলেট আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যাকে যেখানে দেবেন আমারা সকলে তার পক্ষে কাজ করবো।
আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য জানতে তাঁর হোয়াটসঅ্যাপে কল দিলে তিনি ফোন রিসিভ করেনি।