অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্যের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

দৈনিকসিলেট ডেস্ক :
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্যের মাতা নিভা রানী ভট্টাচার্যের (৮২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। নিভা রানী ভট্টাচার্য গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বাগবাড়িস্থ নিজ বাসভবনে মৃত্যুবরন করেন। বৃহস্পতিবার রাত ১১টায় সিলেট নগরীর চালিবন্দরস্থ মহাশশ্মানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। এসময় প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
নিভা রানী ভট্টাচার্যের মৃত্যৃতে শোক প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্রাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট জেলার শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পুজা উদযাপন পরিষদের মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতা এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস, তপন মিত্র, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, ডাঃ রঞ্জিত রায়, অখিল বিশ^াস, এডভোকেট অরবিন্দু দাশ গুপ্ত বিভু, উত্তম ঘোষ, অপন দাশ, দিপংকর দাস, হারাধন দেব প্রভাস, চন্দ্র শেখর দে চপল, অখিল সরকার, উজ্জল চন্দ, সুধাংশু মালাকার, মিঠুন দত্ত।