সিলেট জেলা আইনজীবী সমিতির নতুন কমিটিকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

দৈনিকসিলেটডটকম
সিলেট জেলা আইনজীবী সমিতির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেটের কৃতিসন্তান ড. একে আব্দুল মোমেন এমপি।
এক শুভেচ্ছা তিনি আশা প্রকাশ করে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের যে উদ্যোগ তা বাস্তবায়নে নতুন এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ শেষে শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ। তাকে সহযোগীতা করেন সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া ও মোহাম্মদ আব্দুল মুকিত।
ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন অশোক পুরকায়স্থ সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন