বিয়ের আড়াই মাস পর নববধূর লাশ উদ্ধার

দৈনিক সিলেট ডট কম
হবিগঞ্জের লাখাই উপজেলায় সাদিয়া খাতুন (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাত্র আড়াই মাস আগে আরমান মিয়ার সাথে তার বিয়ে হয়।
শুক্রবার দুপুরে স্বামীর বাড়ি উপজেলার লাখাই বাজার হাটি থেকে তার লাশ উদ্ধার করে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ।
এদিকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী আরমান মিয়াকে হেফাজতে নিয়েছে বলে জানাগেছে।
মৃতের স্বামীর আরমান মিয়া জানান, সকালে বাজার থেকে মুরগি নিয়ে আসার পর তাকে রান্নার কথা বলি৷ সে কথার উত্তর না দেওয়ায় রাগে রান্নার মাটির চুলা ভেঙে আমি বাইরে চলে যাই। দুপুর আনুমানিক ১ টায় এসে দেখি সে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে।
তবে মৃত সাদিয়া খাতুনের পিতা বাবু মিয়া, ও তার ভাই দাবি করছেন, সাদিয়া আত্মহত্যা করেনি, তাকে মেরে ঝুলিয়ে রেখেছে তার স্বামী আরমান মিয়া (২০) এবং ভাসুর লালচাঁন মিয়া (৩৫)। যদি সে ফাঁসি লাগতো তাহলে মাটিতে পা ঝুলানো থাকতো না, জিহ্বা বের করা থাকতো।
তাছাড়া ঘটনার সময় তারা দুই ভাই বাড়িতেই ছিল। আমাদের পাশাপাশি বাড়ি হলেও আমরা বাড়ির বাইরে কাজে ছিলাম। লোকজনের কাছ থেকে শুনে আমরা বাড়িতে আসি।
লাখাই থানার ওসি নুনু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে সঠিক কারন জানা যাবে, এবিষয়ে তদন্ত চলছে।