জামালগঞ্জে কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের নাগরিক শোকসভা

মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড অজিত লাল রায় ও অ্যাড. সত্যব্রত রায় ভুলু স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সাচনা বাজার আওয়ামী লীগ কার্যালয়ে কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের আয়োজনে পরিষদের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম।
পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ.লীগ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির শাহজালাল সুমন, সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও উপজেলা মহিলা পরিষদ সভাপতি আয়েশা বেগম। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক বিশ্বজিত রায়, কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সহ সভাপতি মো. আলী আমজাদ, ডা. বিষ্ণুপদ সূত্রধর এবং স্বরচিত কবিতা পাঠ করেন ছড়াকার পঙ্কজ শীল।