প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে অন্তর্ভুক্ত হবে: স্থানীয় সরকার মন্ত্রী

দৈনিকসিলেটডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে উন্নত ৩০টি দেশের অন্তর্ভুক্ত হবে। বিশ্বে মন্দা থাকা সত্ত্বেও দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সব সময় মনিটরিং করছেন প্রধানমন্ত্রী। একজন শেখ হাসিনা আছেন বলেই মন্দা থাকা সত্ত্বেও দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ জানুয়ারি শনিবার উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক নবনির্মিত ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম একথা বলেন।
তিনি আরো বলেন, দূর্গম এলাকা থেকে শুরু করে ফেঞ্চুগঞ্জের হাওড়ের মতো অঞ্চলেও মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে৷ এ সেবাকে কাজে লাগিয়ে ফেঞ্চুগঞ্জের তরুণ-তরুণীরাও অনলাইনে অর্থ উপার্জন করতে পারছে।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন ,দেশে খাদ্য ঘাটতি নেই এবং কোন মানুষ অভুক্ত নেই এখন জনগণের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২৮২৪ মার্কিন ডলার। ঘরে ঘরে বিদ্যুতের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ঘটেছে যুগান্তকারী উন্নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।