আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাজদিহি আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মাজদিহি আশ্রয়ণ প্রকল্পে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, এসি ল্যাণ্ড সন্ধীপ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, কালাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতলিব প্রমুখ।
পরে আশ্রয়ন-২ প্রকল্পের উপকারভোগী পরিবারের মাঝে দুশতাধিক কম্বল বিতরণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন