সোমালিয়ায় সামরিক হামলায় ৩০ যোদ্ধা নিহত

দৈনিকসিলেট ডেস্ক :
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার রাজধানী মোগাদিশু থেকে ২৬০ কিলোমিটার উত্তরে গালকাড নামক শহরের কাছে এই হামলা চালানো হয়। মার্কিন বাহিনী এই হামলাকে ‘আত্মরক্ষামূলক’ বলে অভিহিত করেছে। হামলায় আল শাবাব গোষ্ঠীর ৩০ জন যোদ্ধা নিহত হয়েছেন। বিবিসি।
মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মোগাদিশুর উত্তরে ওই এলাকায় সোমালি জাতীয় বাহিনী শতাধিক আল শাবাব যোদ্ধার আক্রমণের শিকার হয়েছিলেন। তারই প্রতিক্রিয়া হিসেবে এই সামরিক অভিযান চালানো হয়।
আফ্রিকা মহাদেশে যুক্তরাষ্ট্র সরকারের সামরিক শাখা ইউএস আফ্রিকা কমান্ড বলেছে, তাদের হামলায় কোনো বেসামরিক লোক আহত বা নিহত হয়নি। তবে হামলায় তিনটি গাড়ি ধ্বংস হয়েছে। রয়টার্স বলছে, আল শাবাব যোদ্ধারা গত শুক্রবার গালকাডে একটি সোমালি সামরিক ঘাঁটিতে আক্রমণ করে এবং কমপক্ষে সাত সেনাকে হত্যা করে। যোদ্ধারা গাড়ি বোমা বিস্ফোরণ এবং গুলিবর্ষণ করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল শাবাব সাত সৈন্যকে হত্যা করলেও তাদের সৈন্যরা পাল্টা হামলা চালিয়ে কট্টরপন্থি এই গোষ্ঠীটির ১০০ যোদ্ধাকে হত্যা করেছে এবং টেকনিক্যাল হিসেবে পরিচিত বন্দুকবাহী পাঁচটি পিকআপ গাড়ি ধ্বংস করেছে।
প্রসঙ্গত, আল শাবাব ২০০৬ সাল থেকে দেশটির কেন্দ্রীয় সরকারের পতন এবং ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।