সোনাপুর বাজারে সাবু হত্যা মামলার ৩ নং আসামী মাধব দেব গ্রেফতার

দৈনিকসিলেট ডেস্ক :
সোনাপুর বাজারে সাবু হত্যা মামলার ৩নং আসামী মাধব দেবকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য গোলাপগঞ্জ উপজেলার অন্তরগত সোনাপুর বাজারে বিগত ২৮/০৭/২০২২ ইং তারিখে কোয়ালিটি ৯টু ৯৯ প্লাস গ্যালারিতে পণ্যের মূল্য কে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ সৃষ্টি হয়।সংঘর্ষের এক পর্ষায়ে দুর্বৃত্তরা সাবু মিয়াকে হত্যা করে পালিয়ে যায়। উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করলে তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে আরও তিন জনের নাম আসে।সেই সূত্র মোতাবেক গতকাল রাতে গোপন সংবাদের ভিক্তিতে মাধব দেবকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বাকি দুই অন্যতম আসামী ঝলক দেব (২৯),ও রুপক দেব (৩৮) দুইজন এখনো পলাতক রয়েছে। ঝলক দেব ও রুপক দেব সোনাপুর বাজারের প্রতিষ্টত ব্যবসায়ী,এবং তারা কালাকোনা গ্রামের স্থায়ী বাসিন্দা। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উক্ত হত্যা মামলায় ঝলক দেব ও রুপক দেব কে উদ্দেশ্য প্রনোদিত ভাবে জড়ানো হয়েছে।